কানাডায় বক্সিং ডের কেনাকাটায় ধুম

কানাডার উৎসবমুখর পোল পার্ক মলছবি: শোয়েব রহমান খান

২৬ ডিসেম্বর কানাডায় বক্সিং ডে পালিত হলো। দিনটি সরকারি ছুটির দিন। অনেক আগে ক্রিসমাসের পরের দিনটিকে মূলত গরিব মানুষের উপহার দেওয়ার দিন হিসেবে দিনটি পালিত হতো। অনেকে মনে করেন, বক্সে করে এদিনে গরিব মানুষকে উপহার দেওয়া হতো বলে দিনটি বক্সিং ডে নামে পরিচিত। তবে বক্সে করে গরিবদের উপহার এখন আর দেওয়া হয় না। দিনটিতে ‘মূলত শপিং হলিডে হিসেবে’ পালন করে কানাডাসহ পশ্চিমা দেশের নাগরিকেরা। তারা বিভিন্ন পণ্য কিনে থাকে এই দিনে।

দোকানগুলোয় এদিনে মূল্যছাড় দেওয়া হয়। কোনো কোনো দোকান ৮০ ভাগের ওপর ছাড় দেয়। এ মূল্যছাড়ের আশায় মানুষ সারা বছর বসে থাকে। এদিনে তারা অনেক কেনাকাটা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

শপিং শেষে বাড়ি ফেরা
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ

২৬ ডিসেম্বর কানাডার অধিকাংশ প্রদেশে তাপমাত্রা ছিল মাইনাসের ঘরে। বাইরে তীব্র ঠান্ডা উপেক্ষা করে এদিন মানুষ কেনাকাটা করেছে। কোভিডের বিভিন্ন বিধিনিষেধ থাকার পরও শপিং মলগুলোয় ছিল প্রচণ্ড ভিড় ছিল। এদিন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে টেলিভিশন, মুঠোফোন, ফ্রিজ, গাড়ি, ল্যাপটপ, গৃহসজ্জার সামগ্রী, বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, জামাকাপড়। এদিন বিলিয়ন-বিলিয়ন ডলারের বিক্রি হয়। ছাড়ে বিক্রির এ উৎসব সাত দিন ধরে চলে।

দোকানগুলোয় ৮০ ভাগের ওপর মূল্যছাড়ের বিজ্ঞাপন
ছবি: শোয়েব রহমান খান

যেসব দোকানে ছাড় দেওয়া হয়, সেগুলোয় ভোররাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। দোকান খোলার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত দ্রব্যটি নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। ওয়ালমার্ট, বেস্ট বাই, স্ট্যাপলেসসহ অনলাইন শপ আমাজন দিনটিতে সবচেয়ে বেশি বিক্রি করে থাকে।