কানাডায় ফাইজারের করোনা অ্যান্টিভাইরাল ক্যাপসুল অনুমোদন

ছবি: সংগৃহীত

কানাডার স্বাস্থ্য বিভাগ গতকাল সোমবার (১৭ জানুয়ারি) কোভিড-১৯-এর ফাইজারের অ্যান্টিভাইরাল ক্যাপসুল অনুমোদন দিয়েছে। এখন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

আপাতত শুধু প্রাপ্তবয়স্কদের জন্য এর অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। তারা জানিয়েছে, প্রতিদিন দুই ধরনের ক্যাপসুল মোট তিনটি করে পাঁচ দিনের জন্য ১৫টি খেতে হবে আক্রান্ত ব্যক্তিদের। দীর্ঘ ছয় মাস ধরে এ ক্যাপসুলের ট্রায়াল চলার পর অনুমোদন দেওয়া হয়।

হেলথ কানাডা জানিয়েছে, এ ক্যাপসুলের কার্যকারিতা ৮৯ শতাংশের ওপরে। ফাইজারের দাবি, ক্যাপসুলটি অমিক্রনসহ কোভিডের নতুন ধরনগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে। ফাইজার মোট ২ হাজার ২৫০ জনের ওপর সফল গবেষণা চালিয়ে এ ক্যাপসুল বাজারে ছেড়েছে।

কানাডা সর্বমোট ১০ লাখ ক্যাপসুলের অর্ডার দিয়েছে এবং আরও ৫ লাখের কথা বলে রেখেছে। ১৭ জানুয়ারি মোট ৩০ হাজার ক্যাপসুল কানাডার অঙ্গরাজ্যগুলোয় বিতরণ করা হয়। ক্যাপসুলটি এখন থেকে কানাডার ফার্মেসিগুলোয় পাওয়া যাবে। তবে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এ ক্যাপসুল বিক্রি করা হবে না। এ ক্যাপসুলকে কানাডা টিকার বিকল্প হিসেবে ভাবছে না। সবাইকে দুটি ডোজসহ বুস্টার ডোজও নিতে হবে।