কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি

শহিদুল ইসলাম
শহিদুল ইসলাম

কানাডার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বিচেস-ইস্টইয়র্ক রাইডিং অ্যাসোসিয়েশন বোর্ডের পরিচালক ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি কানাডিয়ান শহিদুল ইসলাম মিন্টু। ৯ ডিসেম্বর সন্ধ্যায় টরন্টোতে অনুষ্ঠিত এজিএমে নির্বাচিত পরিচালক ও কমিটি চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গর্ড বেকার।

টরন্টোর মেয়র জন টরির সঙ্গে শহিদুল ইসলাম
টরন্টোর মেয়র জন টরির সঙ্গে শহিদুল ইসলাম

টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলামেইল ও দ্য বেঙ্গলি টাইমস ডটকমের সম্পাদক শহিদুল ইসলাম স্থানীয় কমিউনিটিতে পরিচিত একটি মুখ। তিনি দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বাংলাদেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কর্মরত ছিলেন। ঢাকার বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআর) চার বছর সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম বেটাফরমেটের ফিল্ম দেবদাসসহ অনেক টিভি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। পেয়েছেন বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। লিখেছেন বেশ কিছু গ্রন্থ। একাত্তর ও মুক্তিযুদ্ধ প্রতিদিন তাঁর অন্যতম গ্রন্থ।
২০০৪ সালে তিনি সপরিবারে কানাডায় অভিবাসী হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি স্থানীয় মূলধারার রাজনীতির সঙ্গেও তিনি জড়িত। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্য তিনি। বিজ্ঞপ্তি