কানাডার প্রাদেশিক নির্বাচনে জয়ী প্রথম মুসলিম এমএলএ আলী দুয়ালে

পরিবারের সদস্যদের সঙ্গে আলী দুয়ালে
ছবি: সংগৃহীত

গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয় কানাডার নোভা স্কোশিয়ার প্রদেশের প্রভিন্সিয়াল বা প্রাদেশিক নির্বাচন। নোভা স্কোশিয়ার প্রদেশে মোট ৫৫টি রাইডিং থেকে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিরোধী প্রগেসিভ কনজারভেটিভ বা পিসি পার্টি। এবারের নির্বাচনে কানাডার নোভা স্কোশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো হ্যালিফ্যাক্সের নির্বাচনী এলাকা আরমডেল রাইডিং থেকে নোভা স্কোশিয়ার ইতিহাসে প্রথম মুসলিম প্রার্থী আলী দুয়ালে মেম্বারস অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা এমএলএ নির্বাচিত হয়েছেন। তিনি কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে কানাডার হ্যালিফ্যাক্স আরমডেল রাইডিং বা নির্বাচনী এলাকা থেকে জয়ী হয়েছেন।

আলী দুয়ালে দীর্ঘ সময় হালিফ্যাক্সের কমিউনিটির বিভিন্ন সামাজিক ও তরুণদের উন্নয়নমূলক কাজ, বাস্কেটবল খেলাধুলার বিকাশ, মসজিদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, গেম সেন্টারসহ মেরিটাইম মুসলিম একাডেমি বোর্ডে সম্পৃক্ত থেকে অভিবাসীদের বৃহত্তর জনকল্যাণার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোভিড মহামারির শুরু থেকেই দুস্থ ও অসহায় পরিবারের জন্য বিভিন্ন কমিউনিটি সামাজিক সংগঠন থেকে প্রয়োজনীয় খাদ্য, সবজি সংগ্রহ ও বিতরণে কাজ করেছেন। আলী দুয়ালে এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন। এ ছাড়া আলী একজন নিবেদিতপ্রাণ ফায়ার সার্ভিসের কর্মী বা ফায়ার ফাইটার। ডাইভারসিটি ও কমিউনিটি লিয়াঁজো কর্মকর্তা হিসেবে ২০০৪ সাল থেকে কানাডার হ্যালিফ্যাক্স ফায়ার বিভাগের কাজের দায়িত্ব সামলাচ্ছেন।

বন্ধু ও সহযোগীদের সঙ্গে আলী দুয়ালে
ছবি: সংগৃহীত

আলী দুয়ালে ১৯৯১ সালে সোমালিয়ার গৃহযুদ্ধের নির্মমতার প্রেক্ষাপটে সপরিবার শরণার্থী আশ্রয়প্রার্থী বা রিফিউজি হিসেবে প্রাথমিকভাবে কেনিয়া এবং পরে কানাডায় চলে আসেন। বর্তমানে স্ত্রী ও আট সন্তানের জনক আলী দুয়ালে নোভা স্কোশিয়ার রাজধানী হ্যালিফ্যাক্সে বাস করেন। তাঁর স্ত্রী নার্সিংসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মের সঙ্গে সম্পৃক্ত। শরণার্থী হিসেবে আলী দুয়ালে ও তাঁর পরিবার কানাডায় টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম করেছে।

‘পারিবারিকভাবে আলীর সঙ্গে আমাদের পরিচয় দীর্ঘ সময়ের। আমি ও আমার জীবনসঙ্গী মোহাম্মদ এহসান আলীর এ নির্বাচনী প্রচারণায় বিভিন্ন নির্দেশনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকার সুবাদে নানা আলাপচারিতায় কানাডার মূলধারার রাজনৈতিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাঁর বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ জানার সুযোগ ঘটে।’

নির্বাচনে জয়ী হওয়ার পরে
ছবি: সংগৃহীত

নির্বাচনে বিজয়ের পর আলী দুয়ালে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগী বন্ধু ও পরিবারের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান। কানাডার নোভা স্কোশিয়াসহ কানাডার উন্নয়নে অভিবাসী বা ইমিগ্র্যান্ট জনগণের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে জনগণের ও কমিউনিটির সাধারণ মানুষ, কানাডার কিশোর–যুব উন্নয়নসহ অভিবাসীদের সার্বিক কল্যাণের নিরিখে একজন প্রকৃত নেতার আদর্শ নিয়ে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী প্রচারে আলী দুয়ালে

কানাডার নোভা স্কোশিয়ার এবারের এই প্রাদেশিক নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক আফ্রিকান নোভা স্কোশিয়ান নির্বাচিত হয়েছেন, যা কানাডার মূলধারার রাজনীতির প্রতিনিধিত্বের অঙ্গনে বৈচিত্র্য ও পরিবর্তনের সফল ইঙ্গিত বহন করে।

*লেখক: ফারজানা নাজ, হ্যালিফ্যাক্স , নোভা স্কোশিয়া কানাডা