কানাডার অ্যালবার্টায় করোনার টিকা : ২ মিলিয়ন ডলার পেলেন ২ জন

ছবি সংগৃহীত

কানাডার অ্যালবার্টা প্রদেশে জনগণকে কোভিড-১৯ টিকা নিতে উৎসাহিত করার জন্য প্রভিন্সিয়াল সরকার দুই মাস ধরে এক মিলিয়ন কানাডিয়ান ডলার করে দিয়ে যাচ্ছে। যাঁরা দুই ডোজ করে টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে লটারি করে প্রতি মাসে একজনকে এই ডলার দেওয়া হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা। অ্যামি জি’স নামের এক নারীকে সেপ্টেম্বর মাসের শুরুতে এ পুরস্কার দেওয়া হয়। অ্যালবার্টা প্রদেশে প্রিমিয়ার জন কেনি বিজয়ীর সঙ্গে ভিডিও কলে কথা বলে অভিনন্দন জানান।

প্রাদেশিক সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ১০ লাখ ৮৫ হাজার মানুষের মধ্যে লটারিতে অ্যামি জি’স-এর নাম উঠে আসে। গত আগস্ট মাসের শুরুতে প্রথম একজনকে এক মিলিয়ন ডলার দেওয়া হয়। যাঁরা দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে পুনরায় লটারি করে অক্টোবর মাসের শুরুতে আরও একজনের নাম ঘোষণা করা হবে। এ লটারি কত মাস ধরে চলবে, তা প্রাদেশিক সরকার জানায়নি।

আগস্টে ১ মিলিয়ন কানাডা ডলার বিজয়ী অ্যামি জি’স
ছবি: সংগৃহীত

অন্য সব প্রদেশের চেয়ে কানাডার অ্যালবার্টা কোভিড-১৯ টিকা নেওয়ার দিক থেকে কিছুটা পিছিয়েছে রয়েছে। যেখানে সারা কানাডায় ১২ বছরের ওপরে টিকা নেওয়ার হার এখন পর্যন্ত ৭৬ দশমিক ৩৫, সেখানে ওই প্রদেশে টিকা নেওয়ার হার ৭০ দশমিক ২০।

শুধু একজনকে প্রতি মাসে এক মিলিয়ন করে ডলার দেওয়াই নয়, মোট ৪২ জনকে কানাডার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণের জন্য প্লেনের টিকিট, হোটেলে থাকার খরচ বহন করা হয়েছে। তা ছাড়া যাঁরা দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁদের সবাইকে ১০০ কানাডিয়ান ডলার করে প্রণোদনা দেওয়া হচ্ছে।