এস্তোনিয়ায় নিরাপদ সড়কের দাবির প্রতি একাত্মতা

এস্তোনিয়ায় নিরাপদ সড়কের দাবির প্রতি একাত্মতা
এস্তোনিয়ায় নিরাপদ সড়কের দাবির প্রতি একাত্মতা

এস্তোনিয়ার তালিন শহরে অল্পসংখ্যক বাংলাদেশির বসবাস। এই সুদূর প্রবাসে থেকে দেশে চলমান শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন আমাদের ভাবায়। আমাদেরও ইচ্ছা করে ওদের মতো করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করতে। তারা একটা নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখে, এমন একটা স্বপ্ন দেখে যেখানে সবাই ট্রাফিক আইন মেনে চলবে, লাইসেন্স নিয়ে কোনো দুর্নীতি থাকবে না, কেউ দুর্ঘটনায় নিহত হবে না। তারা নিরীহ শিক্ষার্থীদের হত্যার বিচার চায়।

এস্তোনিয়ায় নিরাপদ সড়কের দাবির প্রতি একাত্মতা
এস্তোনিয়ায় নিরাপদ সড়কের দাবির প্রতি একাত্মতা

এস্তোনিয়ার বাংলাদেশিরাও চান এই দাবিগুলো পূরণ হোক। এই উদ্দেশ্য নিয়েই, এখানকার বাংলাদেশিদের একাংশ একটি মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে সবার একটি প্রত্যয় থাকে, বাংলাদেশ হবে সবার জন্য একটি নিরাপদ বাসস্থান। সবার চাওয়া, যেন প্রধানমন্ত্রী অতি শিগগিরই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেন। আমরা এস্তোনিয়াতে কিছু বাংলাদেশি নিরাপদ সড়কের জন্য আন্দোলনে সংহতি প্রকাশ করছি। আমাদের সবার প্রচেষ্টায় গড়ে উঠুক আমাদের নিরাপদ বাংলাদেশ।

ড. মুহিদুল ইসলাম খান: গবেষক, তালিন ইউনিভার্সিটি অব টেকনোলোজি, তালিন, এস্তোনিয়া।