একুশ মানে মাথা নত না করা

অমর একুশ উদ্‌যাপন কমিটির সদস্যরাছবি: লেখক

আর মাত্র এক মাস পরই অ্যারিজোনার আকাশে-বাতাসে ধ্বনিত হবে সেই অমর গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’ মায়ের মুখের ভাষা বাংলাকে আপন মর্যাদায় অ্যারিজোনায় পুনঃপ্রতিষ্ঠিত ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করতে গঠিত অমর একুশে উদ্‌যাপন কমিটি আগামী ২০ ফেব্রুয়ারি অ্যারিজোনার চ্যান্ডালারে আয়োজন করতে যাচ্ছে এক অগ্নিঝরা অমর একুশে উদ্‌যাপন।

মহান একুশে আয়োজনে অ্যারিজোনার সর্বত্র বাংলাদেশি কমিউনিটিতে বিরাজ করছে অতি উৎসবমুখর আমেজ। সৃজনশীল ও উদ্দীপনাময় আমেজ বিরাজ করছে কমিউনিটির সবখানেই। এখানেই শেষ নয়, স্বতঃস্ফূর্তভাবে শুধু অনুষ্ঠানে অংশগ্রহণই নয়, অনুষ্ঠানটি সফল করতে মুক্ত হস্তে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এসেছেন কমিউনিটির বসবাসকারী হৃদয়বান বাংলাদেশি ভাই ও বোনেরা। অ্যারিজোনায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে এমন চেতনা আরও উৎসাহিত করছে ভবিষ্যতে বাংলা ভাষার পক্ষে আরও কিছু সৃজনশীল অনুষ্ঠান আয়োজনের।
মধুরভাবে পাল্টে গেছে অ্যারিজোনায় বাংলাদেশিদের প্রাত্যহিক জীবনযাত্রা।

প্রতিদিনের রুটিনে নতুন করে যোগ হয়েছে অনেক কিছু প্রস্তুতিমূলক কাজ ও অনুশীলন। দিনের কাজের শেষে বাংলাদেশিরা গড়ে তুলছে শহীদ মিনার, শেখানো হচ্ছে ছোটদের বাংলা গানের নাচ ও অভিনয়। অনুশীলন হচ্ছে বাংলা গানের চর্চা। প্রতিদিনই বাড়ছে অংশগ্রহণকারীদের সংখ্যা। বাংলা বইপ্রেমী পাঠকের পদচারণে অমর একুশে আয়োজনের প্রাঙ্গণটি যেন হৃদয়গ্রাহী হয়ে ওঠে, সে লক্ষ্যে থাকছে ক্ষুদ্রাকারে বাংলা বইমেলা।

এই মহান অমর একুশ উদ্‌যাপনকে সফল করতে অ্যারিজোনার বাংলাদেশিদের সামাজিক ও সাংকৃতিক সংগঠনগুলো অকুণ্ঠভাবে অমর একুশে উদ্‌যাপন কমিটিকে সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

অমর একুশ উদ্‌যাপন কমিটির সদস্যরা
ছবি: লেখক

আসুন আগামী ২০ ফেব্রুয়ারি চ্যান্ডালার কমিউনিটি সেন্টার, ১২৫ ইস্ট কমনওয়েলথ অ্যাভিনিউ, চ্যান্ডালারে অনুষ্ঠেয় এ মহান অমর একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভাষাশহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।

*লেখক: মাসুদ রেজা, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র ও অ্যারিজোনা অমর একুশে উদ্‌যাপন কমিটি।