‘একসেপ্ট ইসরাইল’ বাদ, বাংলাদেশি পাসপোর্ট কি সর্বজনীনতা পেয়েছে

বাংলাদেশের পাসপোর্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ দুটি উঠে যাচ্ছে। যাচ্ছে বললে ভুল হবে, ‘উঠে গেছে’। এটি ভালো উদ্যোগ। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখনো ইসরাইলকে স্বীকৃতি দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে শব্দ দুটি তুলে দেওয়া হয়েছে।’

দুই মন্ত্রীর কথার অর্থ হচ্ছে, বাংলাদেশের পাসপোর্টে এখন যেকোনো দেশে যাওয়া যাবে। এখন যাঁরা নতুন পাসপোর্ট পাচ্ছেন, সেখানে ওই শব্দ দুটি নেই। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে এটি একটি ইতিবাচক সংযোজন। ইসরায়েল সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেরি করেনি, তদানীন্তন সরকার তা ফিরিয়ে দেন। পাসপোর্টে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ।

‘একসেপ্ট ইসরাইল’ শব্দ দুটি বাদ দেওয়ায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি দূত বলেছেন, ‘এটি অগ্রহণযোগ্য’।

বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রনীতি ছিল, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’—সেই নীতি মেনে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ দুটি বাদ দেওয়া সঙ্গত হয়েছে। ২০২০ সাল পর্যন্ত জাতিসংঘ সদস্যভুক্ত ১৯২টি দেশের মধ্যে ১৬৪টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। ২৮টি দেশ দেয়নি। এর মধ্যে ১৫টি আরব লিগ সদস্য, ১০টি ওআইসি সদস্য, বাকি তিনটি অমুসলিম দেশ হচ্ছে কিউবা, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলা। মিশর ও জর্দানের সঙ্গে ইসরাইলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আরও চারটি আরব দেশ—বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ২০২০ সালে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। আল আকসা মসজিদ ইসরাইলের ভেতর। বাংলাদেশের নতুন পাসপোর্ট নিয়ে সেখানে যাওয়া যাবে।

এ নিউজ প্রকাশের পর আমার ১৯৮৯-এর পাসপোর্টটি উল্টেপাল্টে দেখলাম। ঢাকা থেকে ইস্যুকৃত এ পাসপোর্টের ৫-এর পাতায় লেখা ‘অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরাইল, তাইওয়ান অ্যান্ড দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা’। ১৯৯৪ সালের নিউইয়র্কে সেটি নবায়ন করি, তখন ৫-এর পাতার ওপরের লেখাটি কেটে বলা হয়, ‘অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরাইল’। ২০০৭-এ একইভাবে লেখা ইসরাইল যাওয়া যাবে না। আমার আমেরিকান পাসপোর্টে ওসবের বালাই নেই। তবে এখনো ইসরাইলে যাওয়া হয়নি। যাওয়ার তেমন কোনো প্ল্যান মাথায় নেই। সদ্য ইসরাইল-হামাস যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং প্রায়ই সেখানে গোলাগুলি লেগেই থাকে। এর মধ্যে গিয়ে ‘সাধের প্রাণটা’ হারাতে কে চায়? তবে ওই শব্দ দুটি না থাকায় বাংলাদেশ পাসপোর্ট ‘সর্বজনীনতা’ পেয়েছে।