একজন প্রেমিক চাই

অলংকরণ: মাসুক হেলাল

আমার একজন তুমুল প্রেমিক চাই
যার হাতে হাত রেখে হেঁটে যাওয়া যায় দিগন্তরেখা বরাবর
হারাবার ভয় নেই, প্রত্যাশার চাদরে মুড়িয়ে রাখে যে আমায়
ভালোবাসার নির্ভরতায় যার বুকে মাথা রাখা যায়
চোখের তারার নাচনে কথা হয়,
তুমুল দেহের ভাষায় কথা হয়
উন্মত্ততায় নয়, মৃদুমন্দ ভালোবাসায় বুঁদ হওয়া যায়
হোঁচট খাওয়ার ভয় নেই, দ্বিধা নেই
চাঁদের আলোয় আমি তার হাত ধরে হেঁটে যেতে চাই ক্রোশের পর ক্রোশ, ভয়হীন ভালোবাসায়
*লেখক: শারমীন বানু আনাম, চিকিৎসক