এই রোজাতে
এই রোজাতে ভালো মানুষ যেন হয়ে উঠি
স্বার্থ ভুলে, হিংসা ভুলে, গোলাপ হয়ে ফুটি।
জাকাত, সালাত, কোরআন শরিফ ভুল যেন না হয়
বদ–অভ্যাস, খারাপগুলো দূরেই সরে রয়।
এই রোজাতে ভালো কিছুর সাথেই যেন থাকি
আমার ভুলে কষ্ট না পায় পশু কিংবা পাখি।
এই রোজাতে সম্পর্কের যত্ন যেন ঘটে
এই রোজাতে আত্মীয়তা শক্ত হয়ে ওঠে।
এই রোজাতে ভালো মানুষ যেন হয়ে উঠি
স্বার্থ ভুলে, হিংসা ভুলে, গোলাপ হয়ে ফুটি।