ইয়াঙ্গুনে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস পালন
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৪৭তম সশস্ত্রবাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস গত বুধবার (২১ নভেম্বর) ইয়াঙ্গুনের একটি হোটেলে স্থানীয় কূটনীতিক কোরের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা ও মিয়ানমারের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে।
ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ৪৭তম সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়ানমার সামরিক বাহিনীর ব্যুরো অব স্পেশাল অপারেশন ৫-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিও জ তেইন।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর লেফটেন্যান্ট জেনারেল মিও জ তেইন, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী ও বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাশেদুল মান্নান কেক কাটেন।
ব্রিগেডিয়ার জেনারেল রাশেদুল মান্নান স্বাগত বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্রবাহিনীর অবদান, দেশের সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা, গত ১০ বছরে আর্থসামাজিক খাতে উল্লেখযোগ্য অর্জনসমূহ ও উন্নয়ন সম্ভাবনার ওপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। পাশাপাশি সশস্ত্রবাহিনীর পেশাদারিত্ব, দুর্যোগ মোকাবিলাসহ উন্নয়ন কর্মকাণ্ডে সশস্ত্রবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সাফল্যের ওপর আরেকটি প্রামাণ্যচিত্রও অতিথিদের দেখানো হয়।
এ ছাড়া, মিয়ানমার সশস্ত্রবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে বাংলাদেশের ‘সবার সঙ্গে বন্ধুত্বের নীতি’, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও মিয়ানমারের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়।