পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের ক্ষণগণনার প্রতীকী উদ্বোধন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির রাজধানী ইসলামাবাদে হাইকমিশনের চ্যান্সারি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা পর্বে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার বর্ণাঢ্য উদ্বোধনের সঙ্গে মিল রেখে ইসলামাবাদের বাংলাদেশ দূতাবাসও ক্ষণগণনার প্রতীকী উদ্বোধন করছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবাসন দিবস থেকে ক্ষণগণনা শুরু করা ইসলামাবাদের বাংলাদেশ দূতাবাসের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেননা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর সসম্মানে ইসলামাবাদ থেকেই বঙ্গবন্ধু স্বদেশের উদ্দেশে রওনা হন।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, মুজিব বর্ষে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে আত্মনিয়োগ করবে।
আলোচনার পর জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তনের ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।
হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও অন্য অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি