শেখ সাদির নিতল পদাবলি কে আমাকে পাঠাল সবুজ নদীর মোড়কে ভরদুপুরে? ভুলে গেছি-কীভাবে কলাপাতার করতলে বিছিয়ে রাখতে হয় নদী।
কতটা পুঁথিতে গড়া একটি পরমাত্মীয় মালা শঙ্খমালার কণ্ঠ থেকে শুকতারার মতো প্রচ্ছন্ন হয় না? পর্যটনপ্রিয় এই আমি তো একদিন তোমার অঙ্গুরির মতো তোমার মাঝে নিত্য লীন হতে চেয়েছিলাম।
নদীমাতৃক জমিনে মৃত দৈত্যদের দ্বিত্ব আত্মা মাপতে গিয়ে আনুবিস কখনো ভুল করে বসে না তো? বালির চাকচিক্যে বোনা নদীর নির্ভুল করিডরে বেগুনি আভা কচুরি ফুল হয়ে ফোটে।
হৃদয় কর্তৃক শোণিতে উচ্চারিত ইশতেহারের একান্ত শব্দগুলো হায়ারোগ্লিফিক্স হতে পারে না। যেমন ধান ফুলের প্রফুল্লতা নিয়ে অচেনা আতরের সুগন্ধে মুখরিত মহুয়ার বন।