ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার নির্বাচন
দক্ষিণ কোরিয়ার ইপিএস কর্মীদের কমন প্ল্যাটফর্ম ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার কার্যকরী কমিটির নির্বাচন। দেশটির রাজধানী সিউলের ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হলরুমে সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইপিএস বাংলা কমিউনিটির ২০১৯ সালের প্রণীত গঠনতন্ত্রের আলোকে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করে।
নির্বাহী সদস্যরা ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এতে জিয়াউল হক সভাপতি ও আশিকুন নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাঁদের নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন এবং আগামী বছরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া নির্বাচনের পর বিকেলে এক আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে দেশটিতে অবৈধভাবে বসবাসকারীদের স্বেচ্ছায় দেশে ফিরে গিয়ে আবার দেশটিতে প্রবেশের ব্যাপারে দেশটির সরকারের প্রদত্ত সুযোগের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১২ সালে ফেসবুক গ্রুপ ইপিএস বাংলা গ্রুপের মাধ্যমে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে ভার্চ্যুয়াল জগৎ থেকে বের হয়ে সমন্বয়ক কমিটির মাধ্যমে ইপিএস বাংলা কমিউনিটি নামের সংগঠনটি আত্মপ্রকাশ করে।