ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার নতুন সভাপতি কামরুল, সম্পাদক নয়ন
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ইপিএস কর্মীদের সামাজিক সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার ৭ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী সিউলের ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হলরুমে গতকাল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইপিএস বাংলা কমিউনিটির ২০১৯ সালে প্রণীত গঠনতন্ত্রের আলোকে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। নির্বাহী সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এতে কামরুল হাসান রাজ সভাপতি ও নয়ন কুমার দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন এবং আগামী বছরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। চলতি বছর করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে নিষেধাজ্ঞা চলমান থাকায় সামাজিক দূরত্বের নিয়মাবলি যথাযথভাবে পালনপূর্বক শুধু নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
২০১২ সালে ফেসবুক গ্রুপ ইপিএস বাংলা গ্রুপের মাধ্যমে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। পরে ২০১৫ সালে ভার্চ্যুয়াল জগৎ থেকে বের হয়ে সমন্বয়ক কমিটির মাধ্যমে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। বিজ্ঞপ্তি