ইতালির কোমোতে ভালো আছেন বাংলাদেশিরা
ইতালির উত্তরাঞ্চলীয় শহর কোমো। এটি সুইজারল্যান্ডের সীমান্তবর্তী। চারদিকে পাহাড় আর লেকের পাশে গড়ে ওঠা পরিপাটি এক শহর। ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান থেকে এর দূরত্ব ৪০ কিলোমিটার। রাজধানী রোমের সঙ্গে ইতালির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর যোগাযোগের অন্যতম সংযোগস্থল হলো কোমো। এখানেই অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত লেক কোমো, ইতালিয়ান ভাষায় যাকে ‘লাগো দ্য কোমো’ বলা হয়।
১০ থেকে ১২ বছর আগে বাংলাদেশিরা ইতালির বিভিন্ন শহর থেকে কোমোতে আসতে শুরু করেন। বর্তমানে প্রায় ৫০০ বাংলাদেশি এখানে বসবাস করছেন।
কোমোতে বসবাসরত বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য, চাকরি বিভিন্ন ক্ষেত্রে ভালো করছেন। তবে অভাবনীয় সাফল্য রয়েছে হোটেল-বার-রেস্তোরাঁর কাজে। এসব প্রতিষ্ঠানে অনেকেই ভালো বেতনে কাজ করছেন।
তিন পর্বের ধারাবাহিক ভিডিও প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।