আয়ারল্যান্ডে বিজয় দিবস উপলক্ষে আলোচনা

উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ডাবলিনের স্পাইস অব ইন্ডিয়াতে গত সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সভা আয়োজন করে আওয়ামী লীগের আয়ারল্যান্ড আহ্বায়ক কমিটি। সার্বিক তত্ত্বাবধানে ছিল ডাবলিন শাখা।
অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও স্বাধীনতাযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সব শহীদসহ নির্যাতিত মা-বোনদের।

আলোচনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের ডাবলিন শাখার সভাপতি ফিরোজ হোসেন। সঞ্চালনা করেন ডাবলিন শাখার সাধারণ সম্পাদক অলক সরকার। বক্তব্য দেন দিলদার হোসেন, জসিমুদ্দিন আহমেদ, স্বপন দেওয়ান, কিবরিয়া হায়দার, কামরুজ্জামান, মো. মানিক ইনজামামুল হক, মো. সোহেল, মনিরুজ্জামান, টিটু খন্দকার, রিয়াজ খন্দকার, মুন্না সৈকত, শফিকুল ইসলাম, সুমন বড়ুয়া, গিরীশ বড়ুয়া ও আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডাবলিন, কর্ক, ওয়েলিসহ বিভিন্ন অঞ্চলের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি