আষাঢ় শ্রাবণ

অলংকরণ: মাসুক হেলাল

আগাগোড়া মখমলি শাড়ি পরে
আজ জ্যোৎস্নার ঢল নেমেছে,  
বাইরে তুমুল বৃষ্টি  
কখনো ঝমঝম, কখনোবা ঝিরিঝিরি
কখনো মেঘ, কখনো বৃষ্টি
ওদের আঁতাত হয়নি এখনো
বিপন্ন শহর, শেষ অভিমান
মনের দুকূলজুড়ে মেঘ
যেন খড়ের গাদায় পাগলা আকাশ।
জ্যোৎস্নার ওড়াউড়ি শুরু হবে এখুনি  
ঝমঝম নির্ঘুম আমি শান্ত
উল্লাসে কেবল ঘূর্ণিযাপন,
প্রবল ঝড়
ঝোপঝাড় ভেসে যায় উর্বশী বাতাসে  
জমাট বাঁধা ঝড়ের সাথে দ্বন্দ্ব আমার বহুকাল
এ আমার কথার জড়তা নয়, যুক্তির বিবাদ
অনাবশ্যক লঘুচাপ
উড়ে যাওয়া মেঘ, বর্ষার উল্লাস
আজ শ্রাবণের সজীবতা কই?
কদম,
তুমি আজ মেঘ নৃত্য করো বৃষ্টির সুরে
তবে কি তুমি পহেলা আষাঢ়, শাওনের কীর্তি?
মেঘ শিলাবৃষ্টি?
তোমার বুনো বুনো চোখ যেন আজ নিষিদ্ধ হরিণী
ছলছুতো বিনিসুতো যেন বৃষ্টির মিছিল
পথঘাট ডুবে যায় ধিকিধিকি থকথকে দগদগে,
আজ ছড়ানো-ছিটানো বৃষ্টি
পশ্চিমের কালো আকাশে বিদ্যুৎ খেলে
মনেতে পুষে রাখা দীর্ঘদিনের ক্ষোভ
বিভাজন শুধু ছায়া, আষাঢ় শ্রাবণে।