আবরার তুমি বেঁচে থাকবে অনন্তকাল

আবরার ফাহাদ। ফাইল ছবি
আবরার ফাহাদ। ফাইল ছবি

হায়েনার দল তোমার পার্থিব দেহ পিটিয়ে দুমড়েমুচড়ে
অকার্যকর করে দিয়েছে বটে তবে তোমাকে ওরা মারতে পারেনি,
তুমি বেঁচে আছ, থাকবে এ দেশের লাখো কোটি
মানুষের হৃদয়ের গভীরে, ভালোবাসা স্নেহের পরশে,
অনন্তকালের দেশপ্রেমিকদের উজ্জ্বল সারিতে।

তোমার মর্মান্তিক মৃত্যুর সংবাদ,
তোমাকে নির্মমভাবে হত্যার প্রতিবেদন,
খুনিদের নৃশংস, ভয়ংকর হত্যার স্বীকারোক্তিমূলক বর্ণনা
হতবাক করে দিয়েছে বাংলার মানুষকে,
দেশ-বিদেশের বিবেকবান, হৃদয়বান মানুষের
চোখে অশ্রুর বন্যা বয়ে দিয়েছে সবার অজান্তে,
নিঃশব্দে ঘরে ঘরে মানুষ কেঁদেছে তোমার জন্য।

তোমার বাবা-মা এবং দাদার হৃদয়বিদারক
কান্নার মর্মন্তুদ দৃশ্যগুলো কেউ কোনো দিন ভুলতে পারবে না,
ভুল যাওয়ার মতো বিষয় নয়, সুস্থ মস্তিষ্কের মানুষ
খুনিদের ক্ষমা করবে না আবরার,
দেখে নিয়ো একদিন আমজনতা জেগে উঠবেই
সেদিন প্রলয় ঘটে যাবে খুনিদের আস্তানায়।

নব্য খুনিরা খুনি হয়ে জন্মায়নি, ওরা ছিল মেধাবী ছাত্র,
তোমার বিশ্ববিদ্যালয় সহপাঠী, বড় ভাই, রুমমেট,
আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে এ সম্পর্কগুলো ছিল
গভীর ভালোবাসা, স্নেহ আর শ্রদ্ধায় ভরপুর,
তবে কারা, কী কারণে এই হিংস্র পরিবেশ তৈরি করছে
বোধ করি সাধারণ মানুষ তা জানে, সহনশীলতার বাঁধ ভেঙে গেলে
এই নিরীহ মানুষেরাই মহাপ্রলয় ঘটিয়ে দেবে খুনিদের আস্তানায়।


তুমি বেঁচে আছ, বেঁচে থাকবে আবরার
বাংলার প্রতিটি বালুকণার মাঝে মুক্তো হয়ে
অনন্তকাল বেঁচে থাকবে এ দেশের আলো-বাতাসে,
দেখে নিয়ো বাংলার বিবেকবান মানুষ
শতসহস্র প্রতিবাদী আবরার রূপে জেগে উঠবে,
তোমার দেশপ্রেম, ত্যাগ, জীবন বিসর্জন
আদর্শকে কিছুতেই হারিয়ে যেতে দেবে না তারা।

সরদার সায়িদ আহমেদ: নমপেন, কম্বোডিয়া।