আপনজন

অলংকরণ: মাসুক হেলাল

আপনজন তো আপনজনই
এর বিকল্প কেউ হবে না,
পরকে যতই  আপন করো
আপন কভু পর হবে না।
আপনজন তো আপনজনই
এর বিকল্প কেউ হবে না।
উড়ে এসে জুড়ে বসে
কানটা যারা ভারী করে
তারাই তখন বড় সুজন আপনজনে জ্বালা ধরে।

ভুলে যাই সেই কথাটি
বিপদ এলে কেউ রবে না
আপনজনই আসবে ছুটে
কোনো বাধার ধার ধারে না।
আপনজন তো আপনজনই
এর বিকল্প কেউ হবে না,
পরকে যতই আপন করো
আপন কভু পর হবে না।।