আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছায়ানট, কলকাতা অনলাইনে তিন দিনব্যাপী (১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের আয়োজন করে। কানাডাভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘দেশে-বিদেশে’ থেকে এটি সম্প্রচার করা হয়। এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিশু-কিশোরেরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের নাম ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’।

ছায়ানট, কলকাতার সভাপতি সোমঋতা মল্লিকের পরিকল্পনা ও পরিচালনায় এ অনুষ্ঠান পদ্মশ্রী নারায়ণ দেবনাথকে উৎসর্গ করা হয়।

প্রতিদিন ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় এই অনুষ্ঠান দেখানো হয় দেশে-বিদেশের ফেসবুক পেজে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশিষ্ট ভাষাবিদ, সাহিত্যিক ও গবেষক পবিত্র সরকার। বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ সম্পর্কে স্মৃতিচারণা করেন দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং জাহ্নবী সেন্টার ফর পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা মধুবনী চ্যাটার্জি।

দ্বিতীয় দিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক এবং ‘সিসিমপুর’-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম। তৃতীয় দিন আলোচক হিসেবে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক এবং ভারতের বিশিষ্ট শিশুসাহিত্যিক শ্রী রতনতনু ঘাটী। একক সংগীত ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন প্রাপ্তি দেবসরকার (লন্ডন), উজান চক্রবর্তী (ভারত), অনিকা মিত্র (জার্মানি), কৃতী বড়ুয়া (ভারত), নাজিফা ইবনাত কবির (বাংলাদেশ), দীপসা মজুমদার (ভারত), হৃদিস্রোতা মণ্ডল (ভারত), দেবাপি দাস (ভারত)।

আয়োজকেরা জানান, একক পরিবেশনার পাশাপাশি শিশুদের দলীয় পরিবেশনা অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। ব্রিসবেন বাংলা স্কুল, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, কবিতিকার শিশু শিল্পী, বলাকার অবুঝ বিভাগের পরিবেশনা অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়। বিদেশে জন্মগ্রহণ করেও ছোটরা কীভাবে বাংলা ভাষাকে অন্তরে ধারণ করছে এবং বাংলা ভাষাতেই গান ও কবিতার চর্চা করছে, তা সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ছায়ানটের এই বিশেষ আয়োজন।