আনন্দধারা আর্টসের রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন

যুক্তরাজ্যভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস গত বছরের মতো এ বছরও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্‌যাপন করেছে অনলাইনে
ছবি

এত কাল ধরে উৎসবে মানুষ একে অন্যকে বুকে জড়িয়ে, হাতে হাত রেখে মিলিত হয়েছে। ফলে উৎসব মানেই নতুন উদ্যমে জেগে ওঠার, নতুন প্রাণে সঞ্চারিত হওয়ারই আয়োজন। মাঠে–প্রান্তরের উৎসবগুলো এই অতিমারির সময়ে বন্ধ হয়ে গেলে প্রাণসঞ্চারে ব্যাঘাত ঘটেছে। কিন্তু মানুষ বিকল্প খুঁজে নিয়ে উৎসবের আয়োজন করছে।

মিলিত হওয়ার অন্য পথ খুঁজে নিয়ে মানুষ উৎসব উদ্‌যাপন করছে অনলাইনে। বুকে বুক মিলিয়ে, হাতে হাত রেখে উৎসব উদ্‌যাপনের সুযোগ না থাকলেও অনলাইনে উৎসব আয়োজনের মধ্য দিয়ে মানুষ প্রাণে প্রাণ মিলিয়ে আশার সঞ্চার করতে চাইছে।
বাধ্যতামূলক সামাজিক এ দূরত্বের সময়ে বিশেষ বিশেষ দিন ঘিরে খোলা মাঠে উদ্‌যাপন বন্ধ হলেও, সীমাবদ্ধতা কাটিয়ে অনলাইনে এ বিশেষ দিন উদ্‌যাপনের চেষ্টাগুলো প্রশংসনীয়। যুক্তরাজ্যভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস গত বছরের মতো এ বছরও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্‌যাপন করেছে অনলাইনে।

‘উৎসবের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের উৎসব’ শিরোনামের এ চমৎকার আয়োজনের মুখ্য পরিকল্পক ছিলেন পশ্চিম বাংলার লেখক, বিশিষ্ট রবীন্দ্রগবেষক পীতম সেনগুপ্ত। উৎসব ঘিরে রচিত গানের সম্ভার থেকে গেয়ে শোনান দুই বাংলার অত্যন্ত প্রিয় শিল্পী মূলধারার রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদ।

পীতম সেনগুপ্তের তথ্যবহুল আলোচনা আর লাইসা আহমেদের অসামান্য পরিবেশনা মিলিয়ে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর আয়োজন ছিল সমৃদ্ধ।

রবীন্দ্রজয়ন্তী ঘিরে রবীন্দ্রনাথের উৎসব বিষয়কে মুখ্য করে এ ভিন্নধর্মী উদ্‌যাপন দর্শকশ্রোতাদের ঋদ্ধ করেছে। রবীন্দ্রনাথের উৎসব ভাবনা, তাঁর নিজের প্রবর্তিত উৎসব এবং উৎসব ঘিরে রচিত গান নিয়ে রবীন্দ্রজয়ন্তীর এই আয়োজন স্তিমিত, ঝিমিয়ে পড়া হতোদ্যম সময়ে আশার সঞ্চার করেছে। আনন্দধারা আর্টস তাদের এ আয়োজনের মধ্য দিয়ে মানুষের প্রাণশক্তিকে জাগাতে চেয়েছে বলেই মনে করেন আনন্দধারা আর্টসের কর্ণধার ড. ইমতিয়াজ আহমেদ।

ইমতিয়াজ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনা, সমৃদ্ধ আলোচনা ও লাইসা আহমেদের চমৎকার গায়কি মিলিয়ে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর এ আয়োজন তাঁর প্রতি যথার্থ নিবেদন। মূল আলোচক পীতম সেনগুপ্ত, প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদ এবং আনন্দধারা আর্টস পরিবারকে আন্তরিক ধন্যবাদ।