আনন্দধারা আর্টসের আন্তর্জাতিক শিশু উৎসব রোববার

অনেক দিন ধরেই ইউরোপের অন্যতম বাঙালি শিল্প সংগঠন আনন্দধারা আর্টস অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের দর্শক–শ্রোতাদের আনন্দ দিয়ে আসছে। করোনাকালে নিজের বাড়িতে বসে শত শত দর্শক অন্তত কিছুটা সময়ের জন্য হলেও গ্রামীণ বাউলের মেঠো পথের গান বা  শ্রীমতি স্বাগতালক্ষ্মী আর লাইসা আহমেদ লিসার গানের সঙ্গে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের সরোদে বর্ষার সুর শুনে মনের হতাশা দূর করে আশার আলো দেখতে পেয়েছেন। এ যে কত বড় পাওয়া, আর তাই খুব অল্প সময়েই সারা দুনিয়ার দর্শক আনন্দধারাকে শীর্ষ স্থানে বসাতে একটুও দ্বিধা করেননি।

আনন্দধারায় এবারের উদ্যোগ সারা বিশ্বের শিশুদের নিয়ে। ২২ নভেম্বর শিশু দিবস উপলক্ষে আনন্দধারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিশুদের একত্র করে এক চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন করেছে। ৪ থেকে ১৭ বছর বয়সী ছেলেমেয়েরা নাচ, গান, বাজনা, কবিতার ডালা নিয়ে হাজির থাকবে এই অনুষ্ঠানে।

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সাউথ আফ্রিকা, গাম্বিয়াসহ পৃথিবীর নানা দেশের প্রায় ৪০ জন শিশুশিল্পী অংশ নিচ্ছে এই অভূতপূর্ব অনুষ্ঠানে। দর্শকেরা অপেক্ষায় আছেন আরও একটু অমূল্য সন্ধ্যার জন্য।