আধখানা ভাবনা

তোমাকে পেয়েছি, এ কথা ভাবলেই
তোমাকে কতটা পাইনি, এমন কথা মনে পড়ে যায়
তখন ভাবি, আজীবন অসমাপ্ত যেটি,
তার নাম বুঝি ভালোবাসা।
তোমার প্রান্তরে কেটে গেল কতটা সময়
মরূদ্যানের ন্যায়, ঠিক বুঝে উঠতে পারিনি
তাই মনেতে আজও লেবানিজ বাজনা,
‘তুমি চোখ বোঝো আর আমি ঘড়ি দেখি’
ফাঁকা প্ল্যাটফর্ম, দিল বহুত খুশ
আহা কী দারুণ নেশা,
বহুলাংশে তুমি উন্মুক্ত হও অথচ অস্পষ্ট
আমিও ধীরে ধীরে মেঘেদের আড়ালে চলে যাই।
কী অদ্ভুত পাল্টে যাও তুমি
পিরামিডের ওপরে তখনো গ্রীক ভাস্কর্য
কখনো রুপালি মাছের ন্যায় মুহুর্মুহু ডুব দাও তুমি
তোমার শঙ্খধ্বনি আর রোদে মাখা হলুদ
সোনালি শরীর থেকে খাঁ খাঁ দাপুট
যেন বেরিয়ে যায় মেঘের গর্জন,
কীভাবে চাঁদ ভাসে শান্ত জলে
আমি তা নিবিড়ভাবে দেখি
সংলাপ হয় কেবল ঝরনার সাথে
আর দলছুট মেঘেদের আমি বলি
মনেতে এখন মিলনমেলা
কোকিলের বসন্ত যাকে বলে,
উড়ে যায় বিকেলের রোদ
তবু আধখানা ভাবনা।