আটলান্টিকে ইফতারে সৌহার্দ্য ও সম্প্রীতির জয়গান

ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছিল। গত শুক্রবার (২২ এপ্রিল) আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউয়ের মসজিদ আল হেরায় এ ইফতারের আয়োজন করা হয়।

আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ জানান, আটলান্টিক সিটির বহুজাতিক সমাজব্যবস্থায় অন্যান্য কমিউনিটির লোকজনের কাছে পবিত্র রমজানের মাহাত্ম্য তুলে ধরার লক্ষ্যে এবং অন্য কমিউনিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ ইফতারের আয়োজন।

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, গ্যালাওয়ে সিটির মেয়র অ্যান্থনি কোপপলা, গ্যালাওয়ে সিটির কাউন্সিলম্যান মুহাম্মদ উমর, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, নিউ জার্সির রাজ্য গভর্নরের প্রতিনিধি আলেক্সান্ডার ক্রাসুতসকি, আটলান্টিক সিটি পুলিশের অন্তর্বর্তী অফিসার ইনচার্জ ও ডেপুটি প্রধান জেমস এ সার্কোসসহ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা এ ইফতার মাহফিলে অংশ নেন।
আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশগ্রহণকারীদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। ইফতার মাহফিলে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতারা।

ছবি: বিজ্ঞপ্তি

মসজিদ আল হেরার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজউদদীন চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আবদুর রহমান, প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহ চৌধুরীসহ অন্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশাল এই ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।