আজ উইকেন্ড

অলংকরণ: আরাফাত করিম

সব দিন শুভদিন নয়  
কখনো নীল, কখনো ফ্যান্টাসি কোলাহল।  
এখন রোদের শাসনকাল
কখনো মগ্ন, কখনো মন খারাপ
ক্লান্ত এক পথিক,  
আর মাত্র তিন দিন পরেই আমার জন্মদিন
কে করবে বেঁচে থাকার আশীর্বাদ?

তুমি তো চুপচাপ আড়ালে আছ অমরত্ব নিয়ে।
পাবলো, বোদলেয়ার, রবীন্দ্রনাথ,  
না কারও লেখাই আজ আর ভালো লাগছে না,
লাসভেগাস, আটলান্টা সিটির প্রসিদ্ধ জুয়ার আসর?
না, সেখানেও যেতে মন চাইছে না
আজ উইকেন্ড, মদের দোকানগুলোতেও প্রচণ্ড ভিড়
ভেতরে ভেতরে স্রোত বইছে অদেখা দুজনে
মনে হয় ঝুলবারান্দায় তুমি দাঁড়িয়ে আছ
জমজমাট ভোরের বাতাস সাথে নিয়ে,
শুধু ভালোবাসাতেই তোমার যত ভয়
অথচ বুকে নিয়ে কাছে টেনে আমি ভাবি
তুমিই তো আমার সব।
যেদিন তুমি আমায় তোমার ছবি পাঠালে
আমার মনভ্রমরার গুঞ্জন বেড়ে গেল
হলুদ ঘাসের কথা মনে পড়ে গেল

তোমাকে যতই ভাবি এখন অথই তাপের ভিড় বেড়ে যায়
উচ্ছনে যেতে মন চায়,  
মুক্ত প্রলাপ, সহাস্য তুমি
সেদিন বার্গার বানাতে চাইলে
তন্দ্রায় সেদিনও আমার শরীরে জোয়ায়ের টান ছিল
হিমাদ্রি বৃষ্টির পূর্বাভাস ছিল
দুরন্ত আভাসে ছিলে তুমি, অব্যক্ত মোহ
কুয়াশায় ঢাকা দুজনে
চুপসানো পালে আমি হেঁটে গিয়েছিলাম বহুদূর নিদাঘ দুপুরে
তোমাকে জ্যোৎস্না ভেবে মেখে নিয়েছিলাম রাতের আলো
বিস্ময় প্রশ্ন চিহ্ন।
এ কেমন মোহ জীবন, মিহিন বাতাস, ফাগুন বৃষ্টি
ভেজা ভেজা বাতাস, ঝুম উল্লাস
তুমি গড়াগড়ি দাও সুবাস নিতে
রহস্য শব্দ, সোনালি রোদের ঢেউয়ে,
সে কি আন্তরিক রাত, বাসন্তী ভুবন, মুহূর্তের স্পন্দন।
সোনালি প্রজাপতি,  
বহুদিন হয় ফেসবুক স্ট্যাটাস আপডেট করা হয়নি।

* লেখক: শরীফুল আলম, হাডসন, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র