আকাশলীনার দখিনের জানালায় বাংলার মুখ
উত্তর আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের
ব্যাটন রুজে উদযাপিত হয়েছে আকাশলীনার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দখিনের জানালায় বাংলার মুখ’। সম্প্রতি (২২ নভেম্বর) প্রেইরিভিল শহরের ফেলোশিপ চার্চের কালচারাল সেণ্টারে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানের। অনুষ্ঠান উপভোগ করেন লুইজিয়ানা, মিসিসিপি ও আলাবামা থেকে আসা বাংলাদেশিরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুহূর্তেই পরিণত হয় অনিবার্য এক মিলনমেলায়!
দূরে থেকেও যাঁদের দেশের প্রতি ভালোবাসা ও উৎকণ্ঠা প্রবল, দেশের স্বপ্নগুলো যাঁদের মাঝে অনেক সজীব, জীবন্ত ও আনন্দময়, অনুক্ষণ যাঁরা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে লালন করেন বুকের ভেতর, সঞ্জীবিত রাখছেন এই সুদূর প্রবাসে, তাঁদের জন্যই প্রতিবছর একবার হলেও আকাশলীনা আয়োজন করে এ অনুষ্ঠান। বাংলা ১৪০৮ সনের (ইংরেজি ২০০১) পয়লা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছিল আকাশলীনার পথচলা। এরপর সময় গড়িয়েছে অনেক। খুশির ও সম্মানের খবর হলো, ২০০৯ সাল থেকে আকাশলীনা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি তালিকাভুক্ত অলাভজনক প্রতিষ্ঠান (৫০১-সি) হিসেবে আত্মপ্রকাশ করে, যা লুইজিয়ানা অঙ্গরাজ্যে বাংলাদেশিদের প্রথম একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
এ বছর অনুষ্ঠিত হলো আকাশলীনার ১৪ বছর পূর্তি অনুষ্ঠান। সংগঠনটি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি ব্যস্ততা ও সময়ের অভাবে অনিয়মিতভাবে সম্পাদনা করছে অনাবাসী কবি ও লেখকদের কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ সংকলন। প্রতিবছর একুশে বইমেলায় ঢাকার স্বরব্যঞ্জন প্রকাশনীর মাধ্যমে বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় আগামী একুশে বইমেলায় (২০১৫) অনাবাসী কবি ও লেখকদের কবিতা, ছোটগল্প ও প্রবন্ধের আরও নতুন একটি সংকলন প্রকাশিত হবে।
এ বছর আকাশলীনার দখিনের জানালায় বাংলার মুখ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অংশে কবিতা আবৃত্তিতে অংশ নেন কবি ও বিজ্ঞানী মোস্তফা সারওয়ার, বাণী ভট্টাচার্য, প্রিয় ব্যানার্জী ও কামরুন জিনিয়া। এরপর মঞ্চে আসেন বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী স্বপন দত্ত। তিনি রবীন্দ্রসংগীতের পাশাপাশি হারানো দিনের গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হিউস্টন, টেক্সাস থেকে আসা আমন্ত্রিত নতুন প্রজন্মের শিল্পী চ্যানেল আই সেরাকণ্ঠ হিসেবে পরিচিত রিজিয়া পারভীন লাবণী মঞ্চে এসে সংগীত পরিবেশন করেন। লাবণী বিভিন্ন স্বাদের ও মাত্রার একটির পর একটি গান পরিবেশন করে সুধী মহলের প্রশংসা অর্জন করেন। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, শিশুশিল্পী ও কলাকুশলীরা নাচ, গান, কবিতাসহ বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাচে অংশগ্রহণ করেন হৃদিকা জামান ও নাবিলা চৈতী, বেহালায় সুমিত সালেহীন, গিটারে রাজীব এবং গানে তাজরীন সুপ্তি ও জাবেদ রাসেল। শব্দযন্ত্র পরিচালনায় সহায়তা করেন জোনাথান। অনুষ্ঠানে বাংলাদেশি খাবার রান্না ও পরিবেশন করেন আল-নূর রেস্টুরেন্টের মোহাম্মদ হানিফ।
অনুষ্ঠান শেষ হয় দখিনের জানালায় বাংলার মুখ অনুষ্ঠানের আংশিক পৃষ্ঠপোষকতায় যাঁরা ছিলেন, তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে। তাঁদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা ছাড়া অনুষ্ঠানটি এত সুন্দর করে হয়তো আয়োজন করা সম্ভব হতো না। এ বছর পৃষ্ঠপোষকতা করে আর্ট কাউন্সিল অব ব্যাটন রুজ, লুইজিয়ানা; রবার্ট ডি কোলম্যান (নিউ অরলিন্স), জামাল উদ্দিন ও সোমা উদ্দিন এবং মামুন সিদ্দিক ও টিমা সিদ্দিক (আলাবামা), ইরশাদ ও নাজনীন ইরশাদ এবং খালিদ কাদের ও জেসমিন কাদের (নিউ অরলিন্স), শহীদুজ্জামান ও ঝর্ণা জামান (ব্যাটন রুজ); রিয়াজ ফেরদৌস শিবলী ও ব্যাটন রুজের ফ্যাশন ইন্ডিয়া। ছবি ইরশাদ ডি রহমান, ল্যারি গুডরিচ, আরাফাত রাব্বী, লিপীকা দে, ফারহানা তানিয়া ও লিনিয়া কিকির সৌজন্যে প্রাপ্ত।
কামরুন জিনিয়া
লুইজিয়ানা, যুক্তরাষ্ট্র