অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাইয়ের যাত্রা শুরু

ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় ও চীনে অধ্যয়ন করা প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই’–এর (অ্যাবকা) যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি গত ৩১ ডিসেম্বর অফিশিয়াল নোটিশের মাধ্যমে চীনে অধ্যয়ন করা সব প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের আহ্বান জানায়।

গণপ্রজাতন্ত্রী চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে একটি একাডেমি ডিগ্রিধারী (ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট, ডক্টরেট প্রভৃতি) বাংলাদেশি নাগরিকেরা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। অ্যাবকার প্রধান উদ্দেশ্য হচ্ছে চীনে অধ্যয়ন করা বাংলাদেশিদের আজীবন চীন–অভিজ্ঞতা বৃদ্ধি এবং নবায়ন করা, ভ্রাতৃপ্রতিম দুটি দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নতুন ধারণায় সহযোগিতা, পেশাদারি ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ তৈরিতে অবদান রাখা।

অ্যাবকা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৮ জনের একটি প্রিপারেটরি সেক্রেটারিয়েট (পিএস) কমিটি কাজ করছে। যেখানে আহ্বায়ক হিসেবে মো. শাহাব উল হক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন এ এ এম মুজাহিদ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাত্রা শুরুর লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিটে পিএস সদস্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি অনলাইন সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও অ্যাবকার যুগ্ম আহ্বায়ক এ এ এম মুজাহিদ এবং সভাপতিত্ব করেন অ্যাবকার আহ্বায়ক মো. শাহাব উল হক।

সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (সাংস্কৃতিক বিভাগ) জুলিয়া ইয়ু ঝুসহ প্রেপারেটরি সেক্রেটারিয়েট প্যানেলের সদস্য ড. মুহম্মদ রাকিবুল হক, মো. শফিকুল ইসলাম, মো. আবু কাউছার, কে এম শফিক, নাজমুস সাকিব, মোহাম্মাদ জাকারিয়া, মো. বশির উদ্দিন, মারুফ হাসান, এ বি এম হাসান, ইফতে খাইরুল হক, নুজহাত ফারহানা, রেজোয়ান আহমেদ, জেরিন ইমাম প্রমুখ।

সদস্য হতে অনলাইন আবেদনের লিঙ্ক: http://www.abc-alumni.org/registration
অ্যাবকার ফেসবুক পেজ: www.facebook.com/alumnibdchina

  • শিক্ষার্থী, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রকৌশল, চীন