অ্যাডিলেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদ্যাপিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম, অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদ্যাপন করা হয়। গত ২১ মে এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অ্যালামনাই, শিক্ষার্থী মিলিত হয়েছিলেন।
জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান মনোরম ও মুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের এই মিলনমেলার অনুষ্ঠান ‘থেবারটন কমিউনিটি হলে’ অনুষ্ঠিত হয়। এ মিলনমেলায় প্রায় ২৫০ জন সদস্যের পরিবার উপস্থিত ছিলেন।
সাউথ অস্ট্রেলিয়ার সরকারের সহকারী মন্ত্রী এমেলি বার্কি, ক্যাম্বেল টাউন শহরের মেয়র ঝিল হুইটাকার, অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ ওয়াজিদ, ফ্লিন্ডার বিশ্ববিদ্যালয়ের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব একাডেমিক নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ এশিয়া স্টাডিজের ভূতপূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব শিক্ষক নাসরিন খান, অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের ফেলো মোহাম্মদ ইউনুস, সিনিয়র অ্যালামনাই আক্তার জাহান, রফিকুল ইসলাম, আনোয়ারা, রুনিসহ বাংলাদেশ কমিউনিটির সব অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
১৯৬৮-৬৯ সালে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ অন্যান্য অ্যালামনাই সদস্যরা তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মৃতিচারণা করেন। বাংলাদেশি সনাতনী সুস্বাদু খাবার, সাংস্কৃতিক সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি ও ব্যান্ডের কনসার্ট ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। সবার সহযোগিতায় বিশেষ করে মাহবুব ও তারিক আনজামের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়।
বিশাল দুটি কেক কাটা হয় বিশ্ববিদ্যালয়ের এ শতবার্ষিকী অনুষ্ঠানে। মনোমুগ্ধকর বিশাল ব্যানার ও ফেস্টুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক ইমারত ও স্ট্যাচু অঙ্কিত ছিল। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডিলেড ফোরামটি কাজ করে যাবে বলে প্রত্যয় প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি