অস্ট্রেলিয়ায় ১ জন করোনায় আক্রান্তে আবারও লকডাউন

পার্থে ৩ দিনের লকডাউন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বিদেশফেরত নয়—এমন রাজ্যের স্থায়ী বাসিন্দাদের মধ্যে আক্রান্তের ঘটনা দীর্ঘদিন পর এটাই প্রথম। আর তাই স্থানীয় লোকজনের মধ্যে সংক্রমণ ঠেকাতে পার্থে তিন দিনের লকডাউন জারি করেছে রাজ্য সরকার। এ লকডাউনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে পার্থ।

গত শুক্রবার ৪০ বছর বয়সী এ ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়ে। এর আগে তিনি সংক্রমিত এলাকায় পাঁচ দিন ভ্রমণ করে এসেছেন। তাঁর মাধ্যমে কোনো কোনো এলাকা সংক্রমিত হয়েছে, তা খুঁজে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ার পার্থে লকডাউন ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মার্ক ম্যাকগোয়ান
ছবি: রয়টার্স

এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৩৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৪৮৬ জন।