অস্ট্রেলিয়ায় লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় আয়োজিত হয়ে গেল বর্ষায় বাংলা লোকসংস্কৃতি উৎসব ‘মঙ্গলাচরণে প্রাণ মন’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা সাহিত্যপ্রেমীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ১০ জুলাই অনলাইনভিত্তিক এ অনুষ্ঠানের চতুর্থ পর্বে অস্ট্রেলিয়ার সারথিদের নিয়ে আয়োজন সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা বাউলসংগীতশিল্পী শফি মণ্ডল। বর্ষাকালীন মৌসুমে বাংলার লোকসংস্কৃতির এ আসরে, গল্পকার-লেখক থেকে শুরু করে শিক্ষাবিদ-বৈজ্ঞানিকও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’। অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অস্ট্রেলিয়া কমিটির সভাপতি-সদস্যসহ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আয়োজক সংগঠনের যুক্তরাজ্যের সভাপতি এবং সংগীতশিল্পী তারেক সৈয়দ। চার ঘণ্টাব্যাপী এ আয়োজনে সারথিরা সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। অস্ট্রেলিয়া কমিটির সভাপতি সিনথিয়া রহমান বলেন, বাংলা সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করতে হবে।