অস্ট্রেলিয়ায় বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় আয়োজিত হয়ে গেল বছরের প্রথম বৈশাখী মেলা। দেশটির রাজধানী ক্যানবেরায় গত শনিবার ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গণে উদ্যাপিত হয় এ মেলা। সকাল ১০টায় শুরু হয় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ মেলায় হাজারো বাংলাদেশির সমাগম ঘটে। দেশটির চলমান স্বাস্থ্যবিধি মেনে মেলায় উপস্থিত দর্শকদের মধ্যে বাঙালিয়ানা আমেজ ফুটে ওঠে। মেলায় দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে নাচগানে মেতে ওঠে মেলায় আগত ব্যক্তিরা।
মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে বসে দেশীয় পণ্যের স্টল। এ ছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে। মেলা শেষে সবাইকে ধন্যবাদ জানান মেলার আয়োজক ক্যানবেরার বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা।
সিডনিতে পেনসিলের বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নতুন বছর বরণের উৎসব। সিডনির রকডেলের একটি স্থানীয় ফাংশন সেন্টারে গত শনিবার সন্ধ্যায় এ উৎসব আয়োজিত হয়। চলমান স্বাস্থ্যবিধির কারণে সীমিত আসনসংখ্যায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে উৎসব শুরু হয়। বর্ষবরণ আয়োজন সিডনির সাহিত্যপ্রেমী নান্দনিক সৃষ্টিশীল মানুষদের এক মিলনমেলা হয়ে ওঠে। ‘নব আনন্দে জাগো’—এ মূলমন্ত্রে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলা সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘পেনসিল অস্ট্রেলিয়া’। অনুষ্ঠানে সবান্ধব সমবেত হন বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক ‘পেনসিল’-এর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সদস্যরা।