অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনার সংক্রমণ, ফিরেছে বিধিনিষেধ
সিডনিসহ অস্ট্রেলিয়াজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। এর জেরে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বাড়তি বিধিনিষেধ জারি করা হয়েছে। গতকাল শনিবার এ বিধিনিষেধ কার্যকর হয়।
এর আগে গত শুক্রবার বাড়তি বিধিনিষেধের কথা জানান নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ডমিনিক পেরোটে। এর আওতায় জনসমাগম হয়, এমন স্থানে যাওয়ায় নিষেধাজ্ঞা এসেছে। বাধা থাকছে জরুরি নয়, এমন অস্ত্রোপচারেও।
ডমিনিক পেরোটে বলেন, ‘অমিক্রনের কোনো পূর্বাভাস ছিল না। গত ডিসেম্বর থেকে এর সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর সংক্রমণ রোধে আমাদের সতর্ক হওয়া উচিত।’ পরিস্থিতি বুঝে ২৭ জানুয়ারি এ বিধিনিষেধ প্রত্যাহার বা আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
করোনার হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, অস্ট্রেলিয়ায় সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।