অস্ট্রেলিয়ায় টানা তৃতীয় দিন করোনা শনাক্তে রেকর্ড
করোনা আবার ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ায়। আগের তুলনায় এখন প্রতিদিন রেকর্ডসংখ্যক সংক্রমণ হচ্ছে দেশটিতে। অস্ট্রেলিয়ায় আজ বুধবার তৃতীয় দিনের মতো করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। দেশটিতে এক দিনে সর্বোচ্চ ৬৪ হাজার ৭৭৪ জনের করোনা শনাক্ত হয়। গতকাল দেশটিতে ৪৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। দেশটির সবচেয়ে বেশি সংক্রমিত শহর হলো নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি এবং ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন। দেশটিতে অমিক্রনের প্রাদুর্ভাবের পর থেকে দ্রুতগতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর করোনা শনাক্তে দ্রুত পরীক্ষা এবং চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দেওয়ায় জনমনে বাড়ছে শঙ্কাও।
তবে করোনা সংক্রমণ রোধে লকডাউন কোনো সমাধান নয় বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। বরং অন্যান্য মহামারির মতোই এর প্রতিরোধ সম্ভব বলে আশ্বস্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়া আর কখনোই লকডাউনে ফেরত যাচ্ছে না, কারণ সংক্রমণের সংখ্যা এখন কোনো ব্যাপার না। লকডাউনে বসে থাকার দিন চলে গেছে, এভাবে আর করোনার প্রতিকার সম্ভব না।’
করোনার নতুন ধরনে আসন্ন সপ্তাহগুলোতে শনাক্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৬ লাখ ১২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ২৯০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।