অস্ট্রেলিয়ার সীমান্ত খুলছে নভেম্বরেই
অস্ট্রেলিয়ার ভ্রমণের জন্য আন্তর্জাতিক সীমানা খুলে দেওয়া হবে আসছে নভেম্বরেই। গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দিয়েছেন। শুরুতে দেশটির অন্যতম জনপ্রিয় গন্তব্য সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলস খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি অস্ট্রেলিয়ার যেসব রাজ্যে ৮০ শতাংশ জনগণ সম্পূর্ণ টিকা গ্রহণ করেছে, সেসব রাজ্যও খুলে দেওয়া হবে। এর আগে বড়দিন উদ্যাপনকে কেন্দ্র করে আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক সীমানা খোলার কথা ছিল। তবে বেশি মানুষ আসার আগে অল্পসংখ্যক মানুষকে অস্ট্রেলিয়া ঢুকতে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পর্যবেক্ষণ করতেই আগেই খুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে এ ভ্রমণে বিদেশফেরত অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য বাধ্যতামূলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিন থাকছে না। হোটেলের বদলে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরিকল্পনা করা হয়েছে। এজন্য অবশ্য সম্পূর্ণ টিকাও গ্রহণ করতে হবে। সম্পূর্ণ টিকা থাকলে সরকারের নির্ধারিত বিমানের বাইরে বাণিজ্যিক বিমানেও চলাচলের অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি নিউজিল্যান্ডসহ নির্দিষ্ট কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজনও থাকবে না। তবে সম্পূর্ণ টিকা গ্রহণ না করেও ছাড় পাবে ১২ বছরের কম বয়সীরা।
সীমানা খুলে দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা মনে করছি, অস্ট্রেলিয়ানদের তাঁদের জীবন ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। আমরা একসঙ্গে অনেক জীবন বাঁচিয়েছি। এখন আমরা একসঙ্গে কাজ করব যেন আমরা সে জীবনে ফেরত যেতে পারি, যে জীবন এদেশে এককালে আমরা উপভোগ করতাম।’