অস্ট্রেলিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের পুনর্মিলনী
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে আয়োজিত হয়ে গেল দেশটিতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের শীতকালীন পুনর্মিলনী অনুষ্ঠান। গত ২৪ জুলাই পার্থের অ্যালান পার্ক প্যাভিলিয়ন মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। ‘হৃদয়ে মতিহার, স্মৃতিতে প্যারিস রোড, মিলছি পার্থে’ স্লোগান নিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুর সময় ঘনিয়ে আসার আগেই রাজ্যটিতে বসবাসরত আমন্ত্রিত প্রায় ১০০ প্রাক্তন শিক্ষার্থী একে একে জমায়েত হতে শুরু করেন অনুষ্ঠান প্রাঙ্গণে।
পুনর্মিলনীর আরেক অংশে আয়োজক সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ২৩ সদস্যের এ কমিটির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক জাকির সরকার। অনুষ্ঠানে নতুন সদস্যদের নামও প্রকাশ করা হয়।
প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফি ফেরদৌসী তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজ এখানে এসে বিশ্ববিদ্যালয়ের সবাইকে কাছে পেয়ে মনে হচ্ছে, আবারও যেন ক্যাম্পাসে ফিরে গেছি। সেই মতিহার, প্যারিস রোড আর পলাশ-জারুলের কথা মনে পড়ে গেল।’
আগামী দিনগুলোয় সবার সার্বিক মঙ্গল কামনা করে ও দেশীয় মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।