অস্ট্রেলিয়ায় খুলছে ভ্রমণ ভিসা
দীর্ঘ প্রায় ২২ মাস পর আবারও খুলে দেওয়া হচ্ছে বিশ্বের অন্যতম ভ্রমণের গন্তব্য অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসা। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রলায়ের সবুজ সংকেত পেলেই চলতি ফেব্রুয়ারি মাসে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে দেশটির ভিজিটর ভিসার ওপর থেকে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুজ।
ভিজিটর ভিসার ক্ষেত্রে বলা হচ্ছে, করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করা ভ্রমণ ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন। গত ২০২০ সালের মার্চ থেকে দেশটির আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল। সে থেকে দেশটিতে এখন পর্যন্ত ভ্রমণ ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা চালু রয়েছে।
করোনা–পূর্ববর্তী সময়ে এ পর্যটন খাত থেকে প্রায় ১০২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় করে দেশটি। করোনাকালে এক বিশাল ধাক্কা পায় এ পর্যটন খাত। আর এ লোকসান পুষিয়ে নিতেই ভ্রমণ ভিসা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। তবে দেশটির কোভিড-১৯ নিরাপত্তা সতর্কতা না মানা যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।