অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ওপর একটি ফ্রেমওয়ার্ক ব্যবস্থা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল বুধবার এক ভার্চ্যুয়াল বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নতুন এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ উন্মোচিত হবে। গত ৫০ বছরের মধ্যে দুই দেশের প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামো নিয়ে এটিই প্রথম চুক্তি। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ড্যান তেহান এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটিকে বলা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট বা টিফা।
টিফার অধীন অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা, বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের নানান সুবিধা পাবে। পাশাপাশি দুই দেশের কর্মসংস্থান ও বাণিজ্যেরও সুযোগ বৃদ্ধি পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এবং বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরিমি ব্রুয়ার উপস্থিত ছিলেন। হাইকমিশনার সুফিউর রহমান তাঁর বক্তব্যে দুই দেশের বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুই দেশের হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।