অনিন্দিতা কাজীর একক পরিবেশনা ‘রবি পরিক্রমায় নজরুল’

‘রবি পরিক্রমায় নজরুল’ অনুষ্ঠানের একক পরিবেশনা করছেন অনিন্দিতা কাজী।
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার নিউইয়র্কের উডসাইডের একটি স্কুলে গত ২৫ জুন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীর একক পরিবেশনা ‘রবি পরিক্রমায় নজরুল’ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে বাংলার দুই দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কের কথা তাঁদের নিজেদের লেখায়, চিঠিতে ও কবিতায় লিখে গেছেন। সেগুলো গবেষণা করে বাঙালি পাঠকদের কাছে অসাধারণ একক পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন অনিন্দিতা কাজী।

অনিন্দিতা কাজীর একক পরিবেশনায় তাঁদের দুজনের প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে জীবনের বিভিন্ন সময় তাঁদের স্নেহ–ভালোবাসা–শ্রদ্ধার সম্পর্কের গল্প দারুণভাবে ফুটে তুলেন। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে চিঠি ও কবিতার পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন।

‘রবি পরিক্রমায় নজরুল’ অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা
ছবি: সংগৃহীত

‘দাঁড়াও আমার আঁখির আগে, আমার প্রাণের মানুষ, ভেঙে মোর ঘরের চাবি, মোর ঘুমঘোরে এলে মনোহর, সৃজন ছন্দে আনন্দে, শূন্য এ বুকে পাখি মোর’—এই গানগুলো পরিবেশন করেন। তাঁর দেড় ঘণ্টা একক পরিবেশনায় গল্প, কবিতা আবৃত্তি ও গানে দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শোনে।

ইতিমধ্যে অনিন্দিতা কাজী বাংলাদেশ, সিঙ্গাপুর ও কলকাতার বহু জায়গায় এমন পরিবেশনায় সবার প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন, ‘দাদুর সৃষ্টি ও তাঁর জীবনদর্শনকে বিশ্বের দরবারে নতুন প্রজন্ম ও নজরুল অনুরাগীদের কাছে তুলে ধরাই আমার দায়িত্ব ও কর্তব্য’।

অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের সঙ্গে পরিচয় করে দেন এ্যানি ফেরদৌস ও নিলুফার জাহান। সবাইকে অনুষ্ঠান শেষ ধন্যবাদ জানান বিপার নেত্রী সেলিমা আশরাফ।