সিডনির সমুদ্রে ডুবে বাংলাদেশির মৃত্যু

নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির অদূরে সমুদ্রে ডুবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) বিকেলে সিডনি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোলেডেলের শার্কি সমুদ্রসৈকতে ঢেউয়ের ধাক্কায় পড়ে যান তিনি। এরপর রাজ্যের জরুরি সেবার উদ্ধারকর্মীরা এসে তাঁর মরদেহ উদ্ধার করেন। ১১ এপ্রিল আত্মীয়ের কাছে সপরিবার সিডনি ভ্রমণে এসেছিলেন তিনি।

নিহত ব্যক্তি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৪১) বাংলাদেশের ঢাকায় বসবাস করতেন। তাঁর আদি নিবাস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকায়। তিনি মার্কেন্টাইল ব্যাংক প্রধান শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়ে পাথরের ওপর বসেছিলেন সাইফুল্লাহ ও তাঁর তিন বন্ধু। আচমকা ঢেউয়ের ধাক্কায় চারজনই পানিতে পড়ে যান। এর মধ্যে তিনজন ওপরে উঠে আসতে পারলেও সাইফুল্লাহ পারেননি।

মোহাম্মদ সাইফুল্লাহর বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সঙ্গে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। তিনি সাইফুল্লাহর দুর্ঘটনার সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘আমাদের বেশ কয়েকজন আত্মীয় বাস করে সিডনিতে। এ ছাড়া আমার ভাইয়ের কয়েকজন বন্ধুও থাকে সিডনিতে। ঈদের দিন সিডনির উদ্দেশে তাঁর স্ত্রী ও তিন ছেলে নিয়ে রওনা দেয় সে।  সিডনিতে ছুটি কাটানোর কথা ছিল তার। গতকাল বিকেলে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

বাংলাদেশে নিয়ে যাওয়ার অপেক্ষায় সিডনির একটি মর্গে সাইফুল্লাহর মরদেহ রাখা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার সব প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ সহায়তা করার কথা জানিয়েছে সিডনির বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।