মানবতা পরিবর্তন হচ্ছে
কিশোর গ্যাং নামক পর্বত যদি গন্ধ দিতে থাকে
আর সেই পর্বতের গন্ধ যদি হাসতে থাকে অট্টে,
নিচু দিয়ে যাওয়া ঘনত্ব মেঘ আঁকড়ে ধরবে ওরা
ভালোবাসায় মোড়ানো শান্তির নিবাসে জড়ো হবে দীর্ঘশ্বাস।
রঙিন প্রজাপতি নাক সিটকায় এই গন্ধ পর্বত দেখে, তবু
মোদের নেতা গোড়ায় জল দিচ্ছে এদের ডগা গজাতে।
এমন পর্বতের প্রফুল্লতা তাদের ঐতিহ্যগত টেবিলে নতুন আগতদের স্বাগত জানাচ্ছে,
এমন টেবিল তো ডুবে যাচ্ছে স্বাদযুক্ত বাহারি খাবারে।
পৈতৃক বাড়িতে কিশোর গ্যাংদের আড্ডার পাশের কক্ষে মায়ের আদর যন্ত্রণায় হিস হিস করে
ওরা উঠতি যুবক, হিমায়িত গম্বুজ তোয়াক্কা না চলে।
অভিশপ্ত জীবনকে আশ্রয় দিচ্ছে হাসি মুখে,
বড় ভাই পর্বত পরিচালক, তার আশ্রয়ে বুকের উচ্চতা বাড়ে।
মানবতা পরিবর্তন হচ্ছে অদ্ভুত ছায়ায়,
নতুন মানবতা দেখতে হবে ওদের চেষ্টায়।
দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]