সিডনিতে কনকচাঁপার সংগীতসন্ধ্যা ১৯ আগস্ট

অনুষ্ঠানের প্রচারপত্রের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। আগামী ১৯ আগস্ট সিডনির ক্যাসুলা পাওয়ার হাউস আর্টস সেন্টারে ‘হারানো সুর’ শীর্ষক একটি সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে অংশ নেবেন কনকচাঁপা। এ ছাড়া অনুষ্ঠানে সিডনির স্বনামধন্য শিল্পী মামুন হাসান খান ও সৃজনী ঘোষ একত্রে সংগীত পরিবেশন করবেন। তা ছাড়া যন্ত্রসংগীত পরিবেশনও থাকবে ভিন্নমাত্রা। আরও থাকছে দেশীয় খাবার উপভোগ করার সুব্যবস্থা।

ভিন্ন রকম দেশীয় সংগীতের অভিজ্ঞতা দিতে এই সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক সংগঠন সুরের ধারা। জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা সবান্ধব উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনের অন্যতম মামুন হাসান খান।