নিউইয়র্ক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বাংলাদেশিদের দুর্গোৎসব

প্রথমবারের মতো টাইমস স্কয়ারে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। নিউইয়র্ক, ৫ অক্টোবরছবি: তোফাজ্জল হোসেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো দুর্গোৎসব উদ্‌যাপন করছেন বাংলাদেশি অভিবাসীরা। বেঙ্গলি ক্লাব ইউএসএ এবং হিন্দু কমিউনিটি অব নিউইয়র্কের আয়োজনে ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী চলবে এ উৎসব। এ ছাড়া নিউইয়র্ক শহরে ৩০টির বেশি মণ্ডপে দুই থেকে সাত দিন ধরে চলবে দুর্গোৎসব।

যুক্তরাষ্ট্রে এখন শরৎকাল। হিমেল বাতাস বইছে। সনাতন ধর্মের শাস্ত্রমতে, ৩ অক্টোবর শুরু হয়েছে নবরাত্রি। দিনটি বৃহস্পতিবার হওয়ায় দেবী দুর্গা এবার দোলায় চড়ে এসেছেন। দেবীপক্ষের নয় দিন শেষ হবে ১২ অক্টোবর। যুক্তরাষ্ট্রে শনি ও রোববার বন্ধের দিন, তাই এ দুই দিনকেই বেছে নেওয়া হয়েছে নিউইয়র্কের টাইমস স্কয়ারের পূজা আয়োজনের জন্য। হাজারো বাংলাদেশির পদচারণে মুখর হয়ে উঠেছিল ম্যানহাটনের প্রাণকেন্দ্র। ইতিহাস সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজক সংগঠন বেঙ্গলি ক্লাবের সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দুর্গাপূজা বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেসকো। এ বিষয়টিকে সারা বিশ্বের মানুষকে জানানোর জন্যই টাইমস স্কয়ারে আমাদের এ ঐতিহাসিক আয়োজন।’ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, কানাডা, দুবাই ও পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন পূজারিরা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উপভোগ করেছেন বাঙালি সংস্কৃতির গানবাজনা।

প্রথমবারের মতো বিদেশের মাটিতে দুর্গাপূজা উদ্‌যাপন করছেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, ‘নিউইয়র্কে এটা আমার প্রথম দুর্গোৎসব। আমি এত ভাগ্যবতী, ঐতিহাসিক টাইমস স্কয়ারের দুর্গাপূজায় অংশগ্রহণ করে প্রবাসীদের নিয়ে আনন্দে মেতে উঠতে পেরেছি। এত বাংলাদেশি মানুষ দেখে আমি অভিভূত।’

টাইমস স্কয়ার দুর্গাপূজা কমিটির সভাপতি সিতাংশ গুহ বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে সবাই মিলে আয়োজনটি সম্পন্ন করছে। ‌আমরা চাই, সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশের হিন্দুরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারে।’

যুক্তরাষ্ট্রে শনি ও রোববার বন্ধের দিন, তাই এ দুই দিনকেই বেছে নেওয়া হয়েছে নিউইয়র্কের টাইমস স্কয়ারের পূজা আয়োজনের জন্য
ছবি: তোফাজ্জল হোসেন

ঐতিহাসিক এ আয়োজনের সাক্ষী হতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, এসেছিলেন অন্যান্য ধর্মের মানুষ, অন্যান্য দেশের নাগরিকেরাও।‌ কিশোর–কিশোরীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দুর্গা উৎসবকে কেন্দ্র করে টাইমস স্কয়ার হয়েছে উঠেছিল বাংলাদেশিদের মিলনমেলা।‌

টাইমস স্কয়ার দুর্গাপূজা কমিটির প্রধান উপদেষ্টা রতন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশিরা ১৯৯০ সালে নিউইয়র্কে প্রথম শুরু করেছিল দুর্গাপূজা। আমি সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। আজ বিশ্বের প্রাণকেন্দ্র নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপূজা হচ্ছে। এটি আমাদের জন্য অসম্ভব গর্বের। নিউইয়র্ক শহরের ৩০টির বেশি পূজামণ্ডপে দুই থেকে সাত দিন ধরে পূজা হয় এখন।’

প্রতিবছর এ দুর্গা উৎসব আরও বড় আকারে হবে, দেবী দুর্গার মঙ্গলবার্তা ছড়িয়ে পড়বে বিশ্ব মানবতায়—সেই প্রত্যাশা সবার।