মিশিগানে মা দিবস উদ্‌যাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে ১১ মে মা দিবস উদ্‌যাপন করা হয়েছে। মা দিবস উপলক্ষে ছেলেমেয়েরা দূরদূরান্ত থেকে এসে মায়েদের সঙ্গে দেখা করেছেন, উপহার দিয়েছেন, কেক কেটেছেন, মাকে নিয়ে বেড়ানো, খাওয়াদাওয়াসহ সুন্দর সময় কাটিয়েছেন। মায়েরাও ছেলেমেয়েদের দোয়া, আশীর্বাদ করেছেন। দুর্গামন্দির

ডেট্রয়েট শহরের দুর্গামন্দিরে ১১ মে দুপুরে মা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মায়েদের মঙ্গলের উদ্দেশে গীতাপাঠ, কীর্তন ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মায়েরা একত্র হয়ে একটি কেক কাটেন। ছেলেমেয়েরা মায়েদের নিয়ে ছবি তোলেন, সুন্দর সময় কাটান। মা দিবস উপলক্ষে বক্তব্য দেন মন্দিরের সভাপতি পংকজ দাশ, হেনা দাশ, অমল কৃষ্ণ দেব, জবা পাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সূত্রধর।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান, প্রতিবারের মতো এবারও দুর্গা টেম্পলে মা দিবস উদ্‌যাপন করা হচ্ছে। মা দিবসকে কেন্দ্র করে মা ও সন্তানেরা একত্র হয়ে একটা সুন্দর সময় কাটান মন্দিরে।

মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডাইরেক্টর, সাংবাদিক পার্থ সারথী দেব জানান, দুর্গামন্দির হচ্ছে এখানকার বাংলাদেশি বংশোদ্ভূতদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরনো একমাত্র সর্বজনীন মন্দির। এ মন্দিরের একটা ঐতিহ্য আছে, সুনাম আছে। আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছি। মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি বাঙালি পার্বণ ও উৎসব পালন করে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মকে বাংলা ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক ও বিষয় জানানোর চেষ্টা করে যাচ্ছে দুর্গামন্দির।

শিবমন্দির

ওয়ারেন সিটির শিবমন্দিরে ১১ মে বিকেলে মা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ। মায়েদের উদ্দেশে কেক কাটা হয়। উপস্থিত মায়েরা মিলে ছবি তোলেন, সন্তানদের সঙ্গে সুন্দর সময় কাটান। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।