সিডনিতে বিজয়া সম্মিলন অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে শারদোৎসবের আমেজে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মিলন-২০২৪। ১৬ নভেম্বর সিডনির ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে তৃতীয়বারের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয়া সম্মিলন আয়োজন করেন সিডনিতে হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা। বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয় এই মিলনমেলার। অনুষ্ঠানে বাংলাদেশিদের সঙ্গে আরও যোগ দেন দেশটির সরকারের মন্ত্রী-সংসদ সদস্য, কাউন্সিলরসহ অনেকে।
অনুষ্ঠানে সপরিবার আসা বাংলাদেশিরা একে-অন্যের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সবাই ঢাক ও বাদ্যযন্ত্রের তালে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে শুরু হয় নাচ, গান আর কবিতায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পী অবন্তী সিঁথি এবং যুক্তরাজ্যপ্রবাসী অমিত দে।
অনুষ্ঠানে সিডনির প্রবাসী বাংলাদেশিদের পুনর্মিলনের পাশাপাশি বিশ্বজাতির শান্তি ও মঙ্গল প্রার্থনা করা হয়। ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ’–এর প্রতিনিধিত্বে প্রায় ২৫টি পূজা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।