ড্যাফোডিল নয় রজনীগন্ধা
ড্যাফোডিল আমার কোনো কালেই পছন্দের ফুল ছিল না
 এমনকি আমেরিকান জেরবেরা,
 মেজেন্ডা, গোলাপ, শাপলা কিংবা রজনীগন্ধা, শর্ষে, ঝিঙে
 আমার তাতেই মন ভরে যায়
 অনেকটা পুরোনো প্রেম, অথচ যেন নতুন করে দেখা
 যেমন মেঘ ভেসে যায় দুটি হৃদয়ের মাঝখানে
 কখনো সমান্তরাল, কখনো ছায়াপথ, কখনো মুক্ত আলো হয়ে
 হৃদয় থেকে জন্ম নেওয়া আমার কবিতার আলেখ্য
 তুমি বসন্তের মতো শূন্য হৃদয়জুড়ে।
 পৃথিবী নীরব হলে জেগে থাকি আমি
 আজও নিমগ্ন তোমার খসড়া সাজাই
 তুমি এসে দাঁড়াও আমার ভাবনার করিডরে,
 আমার কত রাত কাটে বিয়োগব্যথায়
 তোমার অক্ষয় অনুরাগে,
 মনে পড়ে তোমার প্রবাহমান কথা
 কানে ভেসে আসে মুক্ত শব্দাবলি, মগ্ন আকাশে
 টলমল জলে রুপালি মাছ যেন দেউলিয়া হয় মাছের আঁশে,
 কোনো মিনতি নেই, দাউ দাউ এ বুকে
 পৌনঃপুনিক তাই কে রুখে?
 তোমার অশনিসংকেত আমি বুঝিনি
 তাই লাল শিফনে নিষিদ্ধ সীমানায়
 শীতের রোদের মতো আজও আমি রোমাঞ্চ খুঁজি,
 ফসলের ক্ষেতে ফড়িঙের মতো
 চাষি যেমন ফসল বাঁচায় পঙ্গপাল হতে,
 টুকরা স্মৃতিগুলো দৃশ্য হয়ে এখন হাওয়ায় উড়ে যায়
 আহা, কোথায় গেল জাদুকরি দিন
 দায় শোধবার পৌষ, আশ্বিন।