আমিরাত প্রবাসী সন্দ্বীপিদের ঈদ ফেস্টিভ্যাল উদ্যাপন
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সন্দ্বীপিদের আয়োজনে ১১ এপ্রিল শারজাহ ন্যাশনাল পার্কে হয়ে গেল ঈদ ফেস্টিভ্যাল অ্যান্ড ট্যুর। প্রায় সাত শতাধিক প্রবাসী সন্দ্বীপিদের অংশগ্রহণ ছিল এতে। আয়োজকদের একজন মোতালেব সোহেল জানিয়েছেন, এটা সংযুক্ত আরব আমিরাতে সন্দ্বীপবাসীদের সবচেয়ে বৃহৎ আয়োজন ছিল। আয়োজকদের আরেকজন আল মামুন জানিয়েছেন, শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন করতে চাওয়া অনেকজনকে টিকিট দেওয়া সম্ভব হয়নি।
একই দেশে থেকেও অনেকের সঙ্গে দেখা হয় না সময়–সুযোগের অভাবে। আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল সবাই একত্রিত করা। তেমনি একজন কালাপানিয়ার সাখাওয়াত ফেস্টিভ্যালে অংশ নিতে আসেন আবুধাবি থেকে। এ সুবাদে মিলিত হন তাঁর শ্যালক সোহাগের সঙ্গে। একই দেশে থাকলেও তিন বছর পর দেখা হলো তাঁদের।
পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সমবেত কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সংগীত। দুবাই, শারজাহ, আল আইন, আবুধাবি বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন প্রবাসীরা। ফরহাদের সঞ্চালনায় শেষ পর্বে ছিল পুরস্কার বিতরণ পর্ব। র্যাফল ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হয় অংশ নেওয়া প্রবাসীদের।