‘দ্য ম্যাজিক্যাল থ্রেডস অব বাংলাদেশ’ শীর্ষক শো দিয়ে মন্ত্রমুগ্ধ করলেন বিবি রাসেল
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে জর্ডানে কর্মরত বাংলদেশি নারী পোশাককর্মীদের মডেল হিসেবে অংশগ্রহণ করিয়েছেন ফ্যাশন আইকন বিবি রাসেল। গত ৩০ এপ্রিল রাতে অনন্য এই ফ্যাশন শোর আয়োজন করে আম্মানের বাংলাদেশ দূতাবাস।
রমজান মাসের কারণে এ ফ্যাশন শো ঈদের পরে আয়োজন করা হয়। জর্ডানের প্রধানমন্ত্রীর অফিসের প্রতিমন্ত্রী ওয়াজিয়াহ তায়েব আলাইজাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জর্ডানে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ ও জর্ডানের নাগরিক সমাজের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথিরা জর্ডানে কর্মরত বাংলাদেশি নারী পোশাককর্মীদের মডেল হিসেবে অংশগ্রহণে বাংলাদেশের কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের ডিজাইনে ‘দ্য ম্যাজিক্যাল থ্রেডস অব বাংলাদেশ’ শীর্ষক ফ্যাশন শো মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।
জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাস্ত্রদুত নাহিদা সোবহান বলেন, বিবি রাসেলের এ রকম একটি মর্যাদাপূর্ণ ফ্যাশন শোতে অংশগ্রহণ ছিল বিভিন্ন সামাজিক শৃঙ্খল ছিন্ন করা ও সবার অন্তর্ভুক্তির একটি প্রচেষ্টা। এ শোতে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, তাঁদের সুখ, উদ্যাপন, আধ্যাত্মিকতা, পোশাক-পরিচ্ছদ ও সম্প্রীতি তুলে ধরা হয়েছে।
একুশের সাজে সজ্জিত আম্মানের আল হুসেন কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জর্ডানের সিনেটর জামাল আহমেদ আল সারাইরাহ, গেস্ট অব অনার হিসেবে দোদি করিম তাব্বাহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে আম্মানস্থ ডিপ্লোম্যাটিক কোর, জর্ডানের সিনেটর, পার্লামেন্টারিয়ান এবং শরিফা মিজ হিন্দ নাসের আল হুসেন কালচারাল সেন্টারের মঞ্চে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ও এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় ইউক্রেন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রুনাই, পানামা, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতসহ অন্যান্য দেশের কূটনীতিক, জাতিসংঘ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, জর্ডানের স্থানীয় নাগরিক এবং জর্ডানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে আম্মানের আল হুসেন কালচালার সেন্টারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রাজিল দূতাবাসসহ জর্ডান ও নেপালের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জর্ডানের জাতীয় মিউজিক কনজারভেটরির নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাংলা ও আরবি ভাষায় পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি