সিডনিতে বাংলাদেশিদের ঈদুল আজহা উদ্‌যাপিত

সিডনির ব্ল্যাকটাউন শো গ্রাউন্ডে ঈদের জামাতছবিঃ প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিসহ দেশজুড়ে বসবাসরত মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছে। দেশটির ইমাম কাউন্সিলের ঘোষণা অনুযায়ী গতকাল রোববার দেশটির বেশির ভাগ মুসলিমরা ঈদ উদ্‌যাপন করেছে। একই দিন দেশটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিপূর্ণ আমেজেই ঈদ উদ্‌যাপন করেছে দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। সুন্দর রৌদ্রোজ্জ্বল শীতল সকালে দেশটির বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর আর ঈদের আয়োজন হিসেবে পরিবার-পরিজন এবং বন্ধু-স্বজনকে নিয়ে ঘরোয়া আয়োজনেই ঈদ উদ্‌যাপন করেছেন বেশির ভাগ বাংলাদেশি। এদিকে দেশটির চাঁদ দেখা কমিটি মুনসাইটিং অস্ট্রেলিয়ার ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবারেও ঈদ উদ্‌যাপন করবেন অনেকে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির শুভেচ্ছাবার্তা

কোরবানি ঈদের মূল আনুষ্ঠানিকতা পশু কোরবানির নিয়ম অস্ট্রেলিয়ায় ভিন্ন। প্রবাসীদের বেশির ভাগই দেশে পরিবারের মাধ্যমে কোরবানি সম্পন্ন করে থাকেন। তবে যাঁরা অস্ট্রেলিয়ায় নিজে কোরবানি দিয়েছেন, তাঁরা শহর থেকে দূরে অথবা নির্দিষ্ট ফার্মে গিয়ে ঈদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছেন। আবার বেশির ভাগ বাংলাদেশি ঈদের আগে হালাল মাংসের দোকানে কোরবানির ফরমাশ দিয়েছিলেন। দোকান মালিকের নিজেদের ফার্মে কোরবানি সম্পন্ন করে কোরবানির মাংস বাড়িতে পৌঁছে দেন ঈদের দিন কিংবা পরদিন।

সিডনির ব্ল্যাকটাউন শো গ্রাউন্ডে নারীরাও জামাতে পড়েছেন ঈদের নামাজ
ছবিঃ প্রথম আলো

অন্যদিকে, মুসলিম উম্মাহর এই আনন্দঘন দিন উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

সিডনির ব্ল্যাকটাউন শোগ্রাউন্ডে ঈদের জামাতের একাংশ
ছবিঃ প্রথম আলো
নামাজের পর উৎসবে মেতে উঠেছেন অনেকই
ছবিঃ প্রথম আলো