আন্তর্জাতিক কবিতা দিবসে কবিতাসন্ধ্যা

আন্তর্জাতিক কবিতা দিবসে ছায়ানট (কলকাতা) এবং লা কাসা দে লোস পলিগ্লোতাস যৌথভাবে ২১ মার্চে আয়োজন করেছিল একটি কবিতাসন্ধ্যার। অনুষ্ঠানটি হয় কলকাতায় অবস্থিত একটি স্প্যানিশ রেস্টুরেন্ট তাপাস্তেতে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছায়ানটের (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক এবং পরিকল্পনা করেন লা কাসা দে লোস পলিগ্লোতাসের প্রতিষ্ঠাতা শুভজিৎ রায়। এ বিশেষ দিনে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করা হয় বাংলা ও স্প্যানিশ ভাষায়। বিশ্ব কবিতা দিবসে কবিতার ভাষায় এক হয়ে যায় বাংলা ও স্পেন। এক করলেন কাজী নজরুল ইসলাম। বাংলা ও স্প্যানিশ, দুই ভাষাতে একটু ভিন্ন আঙ্গিকে এই আয়োজন।

বাংলায় কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন সৌভিক শাসমল, তিস্তা দে, দেবলীনা চৌধুরী ও স্প্যানিশ ভাষায় অনুবাদ ও পাঠ করেন শুভজিৎ রায়। অনুষ্ঠানটি দর্শকদের প্রশংসা লাভ করে। ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ছায়ানট (কলকাতা) এবং কৃষ্ণপুর নজরুলচর্চাকেন্দ্র যৌথভাবে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করে শরৎচন্দ্র বাসভবনে। প্রায় ৫০ জন কবি ও বাচিকশিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন কবির কবিতা এ অনুষ্ঠানে শোনা যায়।